স্মার্টসিটিতে পানীয় জলের সংকট দুরীকরনে আন্তরিক সরকার : মেয়র
ত্রিপুরা, ২ জুন : আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে আগরতলা পুর নিগম এলাকায় নাগরিকরা পানীয় জলের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। বিশুদ্ধ পানীয় জলের চাহিদা মেটাতে ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ২৬ টি গভীর নলকূপ বসানোর কাজ সমাপ্ত। আরো কুড়িটি গভীর নলকূপ বসানো হবে। তবে এর জন্য কিছু জায়গার সমস্যা রয়েছে। সেই সমস্যার খুব দ্রুত কাটিয়ে তোলা হবে। কেন্দ্রীয় প্রকল্পে পানীয় জলের সমস্যা নিরসনে ১৮২ কোটি টাকা খরচ করা হবে। পৌর নিগমের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত বিটারবন এলাকায় নতুন আইআরপি স্থাপনের জন্য নির্মাণ কাজের ভূমি পূজার সূচনা করে একথা বললেন মেয়র দীপক মজুমদার। শুখা মরত্তুমের শুরুতেই আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে রাস্তা অবরোধের মত ঘটনাও ঘটেছে প্রচুর। বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডের পানীয় জলের সমস্যা মেটানোর জন্য আগরতলা পুর..