মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত মহকুমা টেক্কা দিল রাজধানীকে
ত্রিপুরা, ৬ জুন : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০২ শতাংশ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৩.২৪ শতাংশ। টপ-১০ এবছর নেই ! আনুষ্ঠানিকভাবে পর্ষদ তার তালিকায়ও প্রকাশ করে না। ফলাফল গ্রেডে বিচার হয়।কিন্তু অঘোষিত তালিকা প্রকাশ হয়ে গেছে। তাতে টপ-১০এর বিচারে মাধ্যমিকে ২৮জন। সানফ্লাওয়ার একাডেমির সপ্তদীপ পাল ৪৯৪ নম্বর পেয়েছে। ৪৯৩ নম্বর পেয়েছে মহারানি তুলসীবতীর নিলাভী ভৌমিক ৪৯১ জন পেয়েছে ৫ জন। তারা হলেন তেলিয়ামুড়া আনন্দ মার্গ স্কুলের শুভ্রনীল দেবনাথ, ধর্মনগর কলাছড়া দ্বাদশের সুমিত্র দাস নর্থ পয়েন্ট স্কুলের অনিকেত ভট্টাচার্য..