রাজ্যে বিলম্বিত বর্ষা একটানা তাপপ্রবাহের সতর্কতা

ত্রিপুরা, ৭ জুন : বর্ষার অনুকূল পরিস্থিতি নেই। তাই রাজ্যে বর্ষা ঢুকতে দেরি হবে। একই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। ক্যালেন্ডারে জুন মাস মানেই বর্ষার ঢোকার সময়। কিন্তু জুন মাসেও এখনও বর্ষা ঢুকলো না দেশে। বর্ষা দেশের মধ্যে প্রথম ঢোকে কেরলে। দেশে এ বার বর্ষা ঢুকতে | সামান্য দেরি হবে। এমন পূর্বাভাসই দিয়েছে মৌসম ভবন। কেরালার পরেই ত্রিপুরায় বর্ষার প্রবেশ। মৌসম ভবন জানিয়েছে, ৭ জুন বর্ষার প্রবেশ ঘটতে পারে কেরলে। গত ৫ বছরে একবারই মাত্র সময় মেনে বর্ষা ঢুকেছে দেশে। ২০১৮ এবং ২০২২ সালে নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসেছিল। ওই ২ বছরে বর্ষা ঢুকেছিল..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *