আজ বাজেট পেশ নির্মলার, কোন চমকের আশায় সাধারণ নাগরিকরা?
ত্রিপুরা, ১ ফেব্রুয়ারী : আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সংসদের ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। প্রথম দিন সংসদে ২০২২-২৩ সালের আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মহামারির সময় যে আর্থিক ক্ষতি হয়েছিল, তা থেকে পুনরুদ্ধার সম্পূর্ণ হয়েছে এবং আগামী অর্থবর্ষে ৬ থেকে ৬.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি আশা করা যেতে পারে। ২০১৯ সালে টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। আর প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। এবার তাঁর দ্বিতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালেই লোকসভা নির্বাচন। আসন্ন সাধারণ নির্বাচনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হতে পারে।