মোকার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা, মায়ানমারে মৃত ৫

ত্রিপুরা, ১৬ মে : ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা। প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে মায়ানমারে ৫ জনের মৃত্যু হয়েছে। বিগত কয়েক দশকে বাংলাদেশে যে কয়েকটা ঘূর্ণিঝড় এসে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ঝড়। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে প্রায় ১৩০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উখিয়ার বালুখালি ১০ নম্বর শিবিরের। ২৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছে এই সুপার সাইক্লোনের ল্যান্ডফল হয়। ল্যান্ডফলের সময় মোকার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। মায়ানমারের সামরিক তথ্য দফতরের তরফে জানিয়েছে, ঝড়ে সিতওয়া, কিয়াউকপিউ ও গওয়া শহরে বাড়িঘর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোন টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুপুর আড়াইটের সময় সেন্ট মার্টিন দ্বীপে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিমি। ঝড়ের ঝাপটায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *