থাকবে রূপা, ডিজাইনেও আলাদা বাজারে আসছে ৭৫ টাকার কয়েন

ত্রিপুরা, ২৭ মে : স্বাধীনতার অমৃত মহোৎসবকে আরও স্মরণীয় করে রাখতে বাজারে পা রাখতে চলেছে ৭৫ টাকার কয়েন। আগামী ২৮শে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। নরেন্দ্র মোদি সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে এই বিশেষ কয়েন আনা হচ্ছে বাজারে। কয়েনে ইংরেজি হরফে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’। সেই সঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে ৭৫ টাকার কয়েনে। ৭৫ টাকার কয়েনের ডিজাইন থেকে শুরু করে এর অঙ্গসজ্জাতেও থাকবে বিশেষত্ব। নতুন সংসদ ভবনের নকশা হল ত্রিভুজাকার। নতুন কয়েনটিও একই রমকের নকশায় বাজারে আনার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রক সূত্রে খবর, ৭৫ টাকার কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনে ৫০ শতাংশ রূপা এবং ৪০ শতাংশ তামা থাকবে। এছাড়া ৫ শতাংশ করে থাকবে আরও দুই ধাতু জিঙ্ক ও নিকেল। নকশার দিক থেকে কয়েনের একপাশে থাকবে অশোক স্তম্ভ। যার ঠিক নিচে টাকার মূল্য অর্থাৎ ‘৭৫ টাকা’ লেখা থাকবে। মুদ্রার অন্য প্রান্তে নতুন সংসদ ভবনের নকশা খোদাই করা হবে। এবং উপরে ও নিচে লেখা থাকবে সংসদ কমপ্লেক্স। সেই সঙ্গে কয়েনের নিচের দিকে লেখা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *